উত্তর :- ১৯৪৬ সাল হতে ১৯৫৮ সাল পর্যন্ত কম্পিউটারের সময় সীমাকে কম্পিউটারের প্রথম প্রজন্ম বলা হয়। কারো কারো মতে এ সময়সীমা ১৯৩৭ সাল হতে ১৯৫৮ সাল পর্যন্ত বিস্তৃত। টিউব বিশিষ্ট ইলেক্ট্রোনিক বত্তর্নীর বহুল ব্যবহার, চুম্বকীয় ড্রাম বা ঢোলক, স্মৃতি, সীমিত তথ্য, ধারণ ক্ষমতা, পাঞ্চকার্ড, ইনপুট এবং আউটপুট সরঞ্জাম এবং কোডের ব্যবহার ইত্যাদি এ প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য