Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Word-Page-Layout-Page-Setup

Index...Page-Setup Group

Margins

Orientation

Size

Columns

Breaks

Line Numbers

Hyphenation

Page-Setup Group


Margins - ডকুমেন্টের চারপাশে থাকা ফাঁকা জায়গাকে মার্জিন বলে । ডকুমেন্টের চারপাশে কত ইঞ্চি পরিমান ফাঁকা জায়গা থাকবে তা নির্ধারণ করা 

Orientation - ডকুমেন্টটি আড়াআড়ি কিংবা লম্বালম্বি হবে তা নির্ধারণ।

Size - ডকুমেন্টের তথ্য বা লেখা কি ধরনের পেজের মধ্যে প্রিন্ট করা হবে তা নির্ধারণ করা 

Columns - একটি page কে কয়েকটি Column এ ভাগ করার জন্য এ অপশনটি ব্যবহৃত হয় । সংবাদপত্র, প্রশ্নপত্র বা ম্যাগাজিনে একটি পৃষ্ঠাতে লেখাকে যেমন ২/৩/৪ কলাম আকারে পরিবেশন করা হয় ঠিক তেমনি আমরাও মাইক্রোসফ্ট ওয়ার্ডে লেখাকে কলাম আকারে সাজাতে পারি।

Breaks - ব্রেক কমান্ডের সাহায্যে পেজ ব্রেক, কলাম ব্রেক, সেকশন ব্রেক করা হয়ে থাকে। অর্থ্যৎ নির্দিষ্ট সেকশনে গমন করা

Line Number - Document এ স্বয়ংক্রিয়ভাবে Line Number দেওয়ার জন্য ।

Hyphenation - Hyphenation কমান্ডটি ডকুমেন্টে লাইনের শেষে Hyphen যোগ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে অর্থ্যাৎ কোন শব্দের পুরোটা যদি লাইনের শেষে সংকুলান না হয় তবে আমরা লেখার সময় যেমন একটি হাইফেন যোগ করে থাকি সে রকম এ কমান্ডেও একটি হাইফেন যোগ হবে।


যে কোন Page কে Landscape করা
যে Page টি Landscape করতে চাই তার আগের Page টিতে কার্সর রাখতে হবে – Layout menu – Break – Next page – তারপর Landscape করতে হবে