Arrange Group
Position - এই কমান্ডের মাধ্যমে ড্রইংকৃত অবজেক্ট বা ছবি ডকুমেন্টের কোন অবস্থানে থাকবে তা নির্ধারন করা যায়
Wrap Text - এই কমান্ডের মাধ্যমে ড্রইংকৃত অবজেক্ট টেক্সটের কোন অবস্থানে থাকবে তা নির্ধারন করা যায়
Bring Forward - দুইটি বা একাদিক অবজেক্ট একসাথে থাকলে অথবা অবজেক্ট এবং টেক্সট একই অবস্থানে থাকলে কোনটি উপরে কোনটি নিচে থাকবে এর মাধ্যমে তা নির্ধারন করা যায় ।
Align - অবজেক্টসমূহ রো বা কলাম অনুসারে এরেঞ্জ করার পর ভার্টিক্যালি ও হরিজোন্টালি সমদূরত্বে রাখা বা সাজানো [ ডকুমেন্টের প্রয়োজনীয় অবজেক্টগুলো কীবোর্ডের Shift বা Ctrl কী চেপে সিলেক্ট করুন ]
Group - ডকুমেন্টে কাজের সময় একাধিক অবজেক্টসমূহ একটি অবজেক্টে গ্রুপ করার প্রয়োজন হতে পারে। Group কমাণ্ড দ্বারা খুব সহজেই একাধিক অবজেক্ট একটি অবজেক্টে পরিণত করা যায়।
এজন্য সবগুলো অবজেক্টকে Ctrl/Shift বাটন Press করে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে Group অপশনে ক্লিক করতে হবে
Ungroup - গ্রুপকৃত অবজেক্ট পুনরায় আনগ্রুপ করার প্রয়োজন হতে পারে। Ungroup কমাণ্ড দ্বারা খুব সহজেই গ্রুপকৃত অবজেক্ট আনগ্রুপ করা যায়।
Bring Forward: সিলেক্টকৃত অবজেক্ট তার ওপরের অবজেক্টের ওপরে আসবে।
Send Backward: সিলেক্টকৃত অবজেক্টটি তার নিচের অবজেক্টের নিচে যাবে।
Bring in Front of Text: সিলেক্টকৃত অবজেক্টটি লেখার ওপরে আসবে।
Send to Back: সিলেক্টকৃত অবজেক্টটি সবার পেছনে নেয়ার জন্য।
Send Behind Text: সিলেক্টকৃত অবজেক্টটি ডকুমেন্টের লেখার নিচে নেয়ার জন্য।
Rotate - ডকুমেন্টের কোন অবজেক্ট এর ফেস ভিন্ন ডিরেকশনে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আপনি ইচ্ছে করলে বাম থেকে ডানে রোটেট অথবা হরিজোন্টালি বা ভার্টিক্যালি ফ্লিপ করতে পারবেন।