Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Word-Insert-Illustrations

Index...Illustrations Group

Pictures

Online Pictures

Shapes

Icons

SmartArt

Chart

Screenshot

Illustrations Group


Picture - ডকুমেন্ট-এর ভিতরে কোন ছবি সংযুক্ত করার জন্য

ডকুমেন্টে ছবি সংযোজন করা

১. Insert ট্যাব নির্বাচন করুন
২. Illustrations গ্রুপ বা প্যানেল হতে Insert Picture ক্লিক করুন
৩. Insert Picture এর ডায়ালগ বক্স প্রদর্শিত হবে
৪. প্রয়োজনীয় ছবি খুঁজে বের করুন এবং ছবিটি সিলেক্ট করুন
৫. Insert ক্লিক করুন। লক্ষ্য করুন ছবিটি ডকুমেন্টে সংযোজন হয়েছে

ডকুমেন্টে সংযোজিত ছবির সাইজ পরিবর্তন করা

১. ডকুমেন্টের যে ছবির সাইজ পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন

২. প্রয়োজনীয় কর্ণারের সাইজিং হ্যান্ডেল ক্লিক করে ড্রাগ করুন এবং প্রয়োজনীয় সাইজ নির্ধারণ করে মাউস বাটন ছেড়ে দিন

নোট: সাইজিং হ্যান্ডেল ধরে ছবি বড় করলে ছবিটি রেসিও ঠিক হবে না, ছবির আকৃতি নষ্ট হয়ে যাবে। এজন্য সাইজিং হ্যান্ডেলে ক্লিক করে ড্রাগ করার সময় কীবোর্ডের Shift কী চেপে ধরে কাজটি করলে ছবির রেসিও (ছবির দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাতে ঠিক থাকা) ঠিক থাকবে

Picture Tools এর Format Menu


Adjust----Group 

Remove Background - একটি Image এর Background Remove করা

Correctionকারেকশন হলো ছবিকে Sharpen, Soften, Brightness এবং Contrast করাসহ বিভিন্ন কারেকশন করা

নোট: Picture Corrections Options হতে ইমেজ বা ছবিকে ইচ্ছেমত ফরমেট করতে পারবেন

Colorছবির কালার পরিবর্তন করার জন্য

Artistic Effectsবিভিন্ন Artistic Effect ব্যবহার করে ছবিকে আরো নান্দনিক করে তোলা জন্য

Compress Picture - ছবি কমপ্রেস করা

Change Picture - নির্বাচিত ছবির পরিবর্তে কম্পিউটার হতে ভিন্ন ছবি নির্বাচিত করা

Reset Picture - ছবির যে কোন ধরণের পরিবর্তন বাতিল করে ছবি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা


Picture Style----Group 
Picture Style - ছবিতে প্রয়োজনীয় স্টাইল প্রয়োগ করা

Picture Border - ছবিতে বর্ডার যুক্ত করা

Picture Effects - ইমেজে বিভিন্ন ধরনের এফেক্ট সংযোজন করা 

Picture Layout - ইমেজে Layout Style সংযোজন করা 



Arrange----Group 
 

Position - এই কমান্ডের মাধ্যমে ড্রইংকৃত অবজেক্ট বা ছবি ডকুমেন্টের কোন অবস্থানে থাকবে তা নির্ধারন করা যায় 

Wrap Text - এই কমান্ডের মাধ্যমে ড্রইংকৃত অবজেক্ট টেক্সটের কোন অবস্থানে থাকবে তা নির্ধারন করা যায়


Bring Forward - একাধিক অবজেক্ট থাকলে Bring Forward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের উপরে আনা যাবে

Bring to Front - সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের উপরে আনার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার উপরে আসবে

Bring in Front of Text - সিলেক্টকৃত অবজেক্টটি লেখার ওপরে আনার জন্য

Send Backward - একাধিক অবজেক্ট থাকলে Send Backward অপশন দ্বারা কোন অবজেক্ট একটি অবজেক্টের নিচে নেয়া যাবে

Send to Back - সিলেক্টকৃত অবজেক্টকে অন্য অবজেক্টের নিচে নেয়ার জন্য, একাধিক অবজেক্ট থাকলে সবার নিচে যাবে

Send Behind Text - সিলেক্টকৃত অবজেক্টটি ডকুমেন্টের লেখার নিচে নেয়ার জন্য

Selection Pane - Selection pane এ ক্লিক করলে ডানপাশে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে অবজেক্ট গুলোর সকল কাজের এর তালিকা দেখতে পাবেন

Align - অবজেক্টসমূহ রো বা কলাম অনুসারে এরেঞ্জ করার পর ভার্টিক্যালি ও হরিজোন্টালি সমদূরত্বে রাখা বা সাজানো [ ডকুমেন্টের প্রয়োজনীয় অবজেক্টগুলো কীবোর্ডের Shift বা Ctrl কী চেপে সিলেক্ট করুন ]

Group - ডকুমেন্টে কাজের সময় একাধিক অবজেক্টসমূহ একটি অবজেক্টে গ্রুপ করার প্রয়োজন হতে পারে। Group কমাণ্ড দ্বারা খুব সহজেই একাধিক অবজেক্ট একটি অবজেক্টে পরিণত করা যায়

Rotate - ডকুমেন্টের কোন অবজেক্ট এর ফেস ভিন্ন ডিরেকশনে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আপনি ইচ্ছে করলে বাম থেকে ডানে রোটেট অথবা হরিজোন্টালি বা ভার্টিক্যালি ফ্লিপ করতে পারবেন


Size----Group 

Crop - ছবি ক্রোপ বা কাটা

Height - ইমেজের Height কমানো বারানো
Width
- ইমেজের Width কমানো বারানো

Clip_Art - ডকুমেন্ট-এর ভিতরে ছবি সংযুক্ত করার জন্য । অফিস প্যাকেজ এর সাথে ডিফল্ট হিসেবে Picture সম্বলিত গ্যালারীকে Clip Art বলা হয় । Clip Art পিকচার গ্যালারী থেকে খুঁজে প্রয়োজনানুযায়ী পিকচার ডকুমেন্টে আনা যায় 


Shapes - বিভিন্ন ধরনের চিত্রের Shapes আঁকা বা অংকন করার জন্য

Shape Tools এর Format Menu




Icons - ডকুমেন্টে ইন্টারনেট থেকে বিভিন্ন আইকন যুক্ত করার জন্য এ কমাণ্ড ব্যবহৃত হয়। এক্ষেত্রে ডকুমেন্টে আইকন যুক্ত করতে হলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে।


Smart_Art - কোন কাজের প্রক্রিয়া বা ধাপ চিত্রের মাধ্যমে উপস্থাপন করার জন্য

SmartArt Tools এর Format Menu




Chart - কোন কিছুর মাপ বা স্কোরকে গ্রাফ বা চার্ট এর মাধ্যমে প্রকাশ করা । গানিতিক তথ্যসমূহের চিত্রময় উপস্থাপনাকে গ্রাফ বা চার্ট বলে ।

Chart Tools এর Design Menu




Screenshot - কম্পিউটারের স্ক্রিনের ছবি স্ক্রিনশট নেয়া । কি-বোর্ডের মাধ্যমে স্ক্রিনশট নিতে চাইলে, যে বিষয়ের স্ক্রিনশট নিতে চান সে বিষয়টি স্ক্রিনে একটিভ রাখুন। এবার কি-বোর্ডের Print Screen বাটন চাপুন । এবার আপনার ওয়ার্ড ডকুমেন্টে যেখানে স্ক্রিনশটটি রাখতে চান সেখানে ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+V চেপে পেষ্ট করুন 

Screenshot - ( স্ক্রিনশট )
( Widows + Shift + S ) – প্লাস চিহ্নের মাধ্যমে যে কোন অংশ সিলেক্ট - নিচে একটি Windows আসবে সেখান থেকে Snip Save to Clipboard Box এ ক্লিক – Save



Screen ছোট বড় করা 
Title bar এর উপর Double Click