Tables Group
Tables - পাওয়ারপয়েন্ট
প্রেজেনটেশনের তথ্যসমূহ টেবিলের মাধ্যমে উপস্থাপন করার জন্য। টেবিল
হলো কলাম ও রো
এর সমন্বয়
Drop down menu-ড্রপ-ডাউন মেন্যু - টেবিল গ্রিড সম্বলিত একটি ড্রপ-ডাউন মেন্যু প্রদর্শিত হবে। এখান থেকে মাউস ওভার করলে কার্সর অবস্থিত স্থানে টেবিল প্রদর্শিত হবে । প্রয়োজনীয় কলাম ও রো গ্রিড এর ওপর ক্লিক করুন
Insert Table
একাদিক কলাম বা র বিশিষ্ট টেবিল তৈরি করার জন্য । একটি ডায়ালগ বক্স আসবে এবার Number of Columns এর ঘরে কতগুলো Column নিতে চান তা লিখুন, তারপর Number of Row কয়টি নিতে চান তা লিখে Ok তে ক্লিক করুন।
Draw Table
মাউসের মাধ্যমে ক্লিক করে ড্র টেবিল আঁকতে হয়
Excel Spreadsheet - ডকুমেন্টে এক্সেল স্প্রেডশিট যুক্ত করতে এ কমাণ্ড ব্যবহৃত হয় । এক্সেল শিট হতে ওয়ার্ড ডকুমেন্টে ফেরত আসতে কীবোর্ডের Esc কী চাপুন
Table Design Menu
Table Style Options Group
Header Row - এ অপশন নির্বাচনের দ্বারা টেবিলের প্রথম রোকে অন্যান্য রো এর চাইতে ভিন্নভাবে ফরমেট করার জন্য ব্যবহার করা হয়
Banded Rows - ব্যান্ডেড রো দ্বারা টেবিলকে ফরমেট করার জন্য এ অপশন ব্যবহৃত হয়।
Table
Style Group
Table Style - টেবিলের স্টাইল পরিবর্তন করা
Shading - টেবিলের
সেডিং পরিবর্তন করা
Border - টেবিলে
বর্ডার সংযোজন করা
Effect - টেবিলে
এফেক্ট দেয়া
Word
Art Styles Group
এ
অপশন দ্বারা টেবিলের লেখাকে WordArt স্টাইল প্রয়োগ করার জন্য ব্যবহৃত
হয়ে থাকে
Draw
Borders Group
Table Layout Menu
Rows
& Columns Group
টেবিলে কলাম এবং রো সংযুক্ত করা
টেবিলের
যেখানে এবং রো সংযুক্ত করতে
চান কার্সর সে কলাম বা রোতে রাখুন বা সিলেক্ট করুন
Delete - টেবিলের কলাম, র, সেল, টেবিল বাতিল করা
Insert
Above - সিলেক্টকৃত রো’র উপরে নতুন রো ইনসার্ট করার জন্য
Insert
Below - সিলেক্টকৃত রো’র নিচে নতুন রো ইনসার্ট করার জন্য
Insert Left - সিলেক্টকৃত কলাম এর বামে নতুন কলাম ইনসার্ট করার জন্য
Insert Right - সিলেক্টকৃত কলাম এর ডানে নতুন কলাম ইনসার্ট করার জন্য
Merge Group
Merge Cells - টেবিলের নির্দিষ্ট সেল একত্রিত করা
Split Cells - কোন একটি সেলকে ভাগ করার জন্য
Cell Size Group
Table Row Height - র এর উচ্চতা বারনো
Table Column Width - কলামের প্রশস্থতা বারানো
Distribute Rows - র এর উচ্চতা সমান করা
Distribute Columns - কলামের প্রশস্থতা সমান করা
Alignment Group
Align - টেবিলের ভিতর Text বা লেখা গুলোকে ডানে, বামে, মাঝখানে, উপরে অথবা নিচের দিকে সাজানোর জন্য
Text Direction - টেবিলের ভিতর Text বা লেখা গুলোকে বিভিন্ন দিকে সাজানোর জন্য, লেখার দিক পরিবর্তন করা
Cell Margins -
Table Size Group
Arrange Group