File Menu
New - নতুন ফাইল বা ইমেজ তৈরি করার জন্য
Open - সংরক্ষিত ফাইল বা ইমেজ ওপেন করার জন্য
Browse - ফটোশপের ব্রাউজারটি ওপেন করার জন্য
Open As
Image/Picture এর মধ্যে এমন কিছু Format/Mode আছে যেগুলো Open এর মাধ্যমে খোলা যায় না।সেই Format / Mode এর Image/Picture কে Open করার জন্য Open As Sub Menu টি ব্যবহার করা হয়ে থাকে।অর্থাৎ যে কোন Mode এর Image/Picture খোলার জন্য ইহা ব্যবহার করা হয়ে থাকে।
Open Recent
ফটোশপ এর মধ্যে কাজ করার সময় সর্বশেষ কাজ করা হয়েছে এরূপ দশটি ইমেজ এর Location, Open Recent Sub Menu তে দেখা যায় পরবর্তীতে পূনরায় Open করার জন্য Open বা Open As Use না করে Open Recent Sub Menu থেকে Open করা যায় ।