Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

HTML-Introduction

HTML...Introduction




HTML...Introduction


HTML এর পূর্নরুপ হলো Hypertext Markup Language. HTML একটি মার্কআপ ল্যাংগুয়েজ, যা মূলত কোন ওয়েবসাইটের Structure বা গঠন তৈরির কাজে ব্যবহার করা হয় । ওয়েব ব্রাউজারে তথ্য প্রদর্শন ও ওয়েবপেইজে তথ্য উপস্থাপন বা ফরমেট করতে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়

html কি কাজে লাগে

ওয়েব পেজ তৈরি করা, ওয়েব পেজ এর বিভিন্ন কনটেন্ট ( যেমন টেক্সট, ইমেজ ইত্যাদি ) কে সুন্দরভাবে বিন্যাস করা, ডিজাইন করা এবং ওয়েব পেজ এর আউটলুক (outlook) দেওয়ার জন্যই এইচটিএমএল (html) ব্যবহার করা হয়।অর্থাৎ একটি ওয়েব পেজ তৈরি করা এবং বিভিন্ন ব্রাউজার ( যেমন মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি ) তে প্রদর্শন করানো।

ওয়েব ব্রাউজার

ব্রাউজার হল একটি প্ল্যাটফর্ম যা ওয়েব পেজ প্রদর্শন করে। সকল ওয়েব পেজই ওয়েব ব্রাউজার এর মাধ্যমে প্রদর্শিত হয় বা ব্রাউজ করা হয়। এইচটিএমএল কোড প্রদর্শনের জন্য যে কোন একটি ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স


হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (অথবা এইচটিএমএল, ইংরেজি : Hyper Text Markup Language) হলো একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত। ইন্টারনেটে তথা ওয়েবসাইটে ওয়েবপেজ তৈরিতে এইচ টি এম এল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 

Mark-Up Language - মার্কআপ ল্যাংগুয়েজ

HTML এর মূল নীতিমালা নির্ধারণ করা হয়। HTML এর লেখক এবং HTML প্রকাশক অর্থাৎ ইন্টারনেট ব্রাউজার এই "'মার্কআপ ল্যাংগুয়েজ"' অনুসরণ করে


হাইপার টেক্সট বলতে একটি লিঙ্ক বোঝায় যেটা একটি ওয়েব পেজের সঙ্গে আরেকটি ওয়েবপজের সংযোগ স্থাপন করে


একটি ওয়েব ব্রাউজারের মধ্যে লেখা, ছবি, এবং অন্যান্য বিষয়বস্তু প্রদর্শনের জন্য এইচটিএমএল "মার্কআপ" ব্যবহার করে। HTML এর মার্কআপ বিশেষ কতগুলি Tag এর সম্নয়ে গঠিত

হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ :- এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত


কোড লেখার আগে পরে নির্দিষ্ট কিছু চিহ্নসহ নির্ধারিত কিছু শব্দ ব্যবহার করা হয়। এগুলোকে ট্যাগ বলে।