Window Group
New Window - নতুন উইন্ডো ওপেন করা
Arrange All - এমএস এক্সেলে একসাথে একাধিক বা যতগুলো উইন্ডো ওপেন থাকবে তা একসাথে দেখা যাবে
Freeze Panes - ওয়ার্কশিটের নির্দিষ্ট এরিয়া ফ্রিজ (Freeze) বা স্থির করা
রো
ও কলাম ফ্রীজ করা - বড় কোন ডকুমেন্ট
হলে সেটার সম্পূর্ণ অংশ দেখা যায় না । সম্পূর্ণ অংশ দেখতে হলে স্ক্রল করতে হয় । কিন্তু
ডানে বা বামে যে দিকেই স্ক্রল করি কোন টাইটেল বার দেখা যায় না । এই ঝামেল থেকে মুক্তি
পেতে হলে হেডিং টা ফ্রীজ করলে সুবিধা পাওয়া যায়
Split - এমএস এক্সেলের উইন্ডো কে দুই ভাগে ভাগ করা
Hide - ওপেন কৃত স্প্রেডশীট Hide করা
Unhide - Hide করা স্প্রেডশীট ওপেন করা
View Side by Side - প্রথমে
২টি Window open করে নিতে হবে,
View side by side click করলে
Window ২টি উপরে একটি নিচে
একটি দেখা যাবে
Synchronous Scrolling - Open করা
২টি Window এর মধ্যে একটি
Window এর Scrolling বন্ধ করা
Reset Window Position - Window এর
Position আগের মতন করা
Switch Windows - Microsoft Excel এর যত গুলো File বা Document Open আছে তা এখান থেকে দেখা বা Open করা যায়