Macros Group
Macros - ম্যাক্রো অর্থ সংক্ষিপ্ত করা । Shortcut Command তৈরি করে যে কোন কাজকে সংক্ষিপ্ত ভাবে সমাধান করার পদ্ধতিই হলো ম্যাক্রো । সময় সাশ্রয় করার কার্যপোযোগী পদ্ধতি হলো এই ম্যাক্রো । যে কোন কাজের জন্য Shortcut Command তৈরী হলো ম্যাক্রো এর কাজ ।
[ কোন ডকুমেন্টের ভিতর কোন Word বা শব্দ অথবা কোন লাইন বার বার লেখার বা ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সে কাজটি সহজ পদ্ধতিতে করতে এই Macro ব্যবহার করা হয় ]
[ একই কাজ একটি কমান্ডের মাধ্যমে বার বার করার জন্য ]