Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

Excel-Home-Number

Index...Number Group

Number Format

Accounting Number Format

Percent Style

Comma Style

Increase Decimal

Decrease Decimal

Number Group


Number Format
ওয়ার্কশিটের সেলে এন্ট্রিকৃত নাম্বারসমূহ বিভিন্ন ফরমেটে পরিবর্তন করা ।ওয়ার্কশীটে ডাটা টাইপ করার সময় নম্বর এর সাথে দশমিক, কমা, শূন্য বা সময়, তারিখ কোন ফরম্যাটে হবে তা নাম্বার ফরম্যাটের মাধ্যমে করা হয়

নাম্বার ফরমেট করার নিয়ম 

১. প্রয়োজনীয় সেল কিংবা রেঞ্জ সিলেক্ট করুন
২. Home ট্যাব এর Number গ্রুপ/প্যানেল এর Number Format এর ড্রপ-ডাউন ক্লিক করুন
৩. এবারে Number সিলেক্ট করে Ok ক্লিক করুন

অথবা, প্রয়োজনীয় সেল কিংবা রেঞ্জ সিলেক্ট করুন। কীবোর্ডের Ctrl+1 চাপুন এবং প্রদর্শিত ডায়ালগ বক্স হতে Number সিলেক্ট করে Ok ক্লিক করুন

Number ফরমেট এর বিভিন্ন অপশনসমূহ

Generalএটি ডিফল্ট নম্বর ফরমেট। এক্সেল সেলে যখন কোন নম্বর টাইপ করা হয় তখন স্বয়ংক্রিয়ভাবে General ফরমেট থাকে এবং এটি সেলের ডানে অবস্থান করে,  যে কোন ধরনের লেখা, নাম্বার, Date সব ধরনের লেখাই লেখা যাবে 

Number - সাধারণত নম্বর প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এ ফরমেট ব্যবহার করে নম্বর দশমিকসহ প্রদর্শন করতে পারবেন, হাজারের স্থানে কমা দ্বারা বিভাজন করতে পারবেন এবং ঋণাত্মক নম্বর প্রদর্শন করাতে পারবেন

Decimal place –দশমিক এর পরে কয়টি 0 থাকবে
Use 1000 Separator ( , ) – Separate করার জন্য টিক চিহ্ন দিতে হবে 
Negative Number – নাম্বার গুলো কি ভাবে দেখাবে

Currency - সংখ্যার সাথে টাক পয়সা, ডলার, রুপি ইত্যাদির চিহ্ন বসানোর জন্য
Number Format >Format Cells Dialog Box আসবে Number tab >Currency >Symbol Drop Down List থেকে Select করতে হবে

Accounting

1. Accounting এর ক্ষেত্রে টাকা বা ডলার চিহ্ন সবসময় সেলের Left এ বসে, আর Currency এর ক্ষেত্রে সংখ্যার সাথে বসে
2. Accounting এর ক্ষেত্রে Cell Value 0 হলে ডেস – চিহ্ন দেখায়, আর Currency এর ক্ষেত্রে 0 দেখায়

Date - Date এবং Time সিরিয়াল নম্বর Date ভেল্যু হিসেবে প্রদর্শন করাতে এ ফরমেট ব্যবহার করা হয়

Date এর তিনটি ফরমেট হয়
British Format – Day – Month – Year
American Format – Month – Day – Year
ISO Forma – Year – Month – Day
Local ( location ) Drop down list  থেকে Change করতে হবে

Time - Date এবং Time সিরিয়াল নম্বর Time ভেল্যু হিসেবে প্রদর্শন করাতে এ ফরমেট ব্যবহার করা হয়

PercentageNumber value কে Percentage value তে Display করা

Fraction - দশমিক সংখ্যা গুলোকে ভগনাংশতে পরিনত করা
Type – Type Drop down list থেকে যে ফরমেট করতে চাই

Scientificসেল এর ভিতর দশ সংখ্যার বেশি Number লিখলে Scientific number চলে আসে যেমন- 5.6432E+563 এই Scientific number কে সাভাবিক নাম্বার করতে হলে Number Format করতে হবে । Cell এর সংখ্যা গুলো দশ সংখ্যার বেশি বা কম থাকে সবগুলো নাম্বার Scientific করার জন্য Scientific Forma ব্যবহার হরতে হবে

Textযে কোন লেখা, নাম্বার, সেম্বল সবগুলো Text Format এ করা, টেক্সট ফরমেট সেলের Left সাইডে হয় । টেক্সট ফরমেটকে Calculate করা যায় না

Special – কোড নাম্বার ফরমেট করার জন্য যেমন- Phone number, Zip code

Customডিফল্ট নম্বর ফরমেট পরিবর্তন করে কাস্টম নম্বর ফরমেট তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে


Accounting Number Formatসংখ্যার সাথে টাক পয়সা, ডলার, রুপি ইত্যাদির চিহ্ন বসানোর জন্য
Percent StyleNumber value কে Percentage value তে Display করা
Comma StyleUse 1000 Separator ( , ) – Separate করার জন্য
Increase Decimalদশমিক এর পরে 0 সংখ্যা বারানো
Decrease Decimalদশমিক এর পরে 0 সংখ্যা কমানো




Taka - টাকার চিহ্ন বসানোর জন্য
(Crtl+Alt+V/B বাংলা ফরমেট করার জন্য) - Shift+4

Mobile phone number format 01XXX XXXXXX
Cell বা Column Select >More Number Formats >Custom >Type এর ঘরে 0 # # # # - # # # # # # >OK

সংখ্যার আগে 0 (Zero) বসানো - 01727175782
1. সংখ্যা লেখার আগে ‘ Single quotation
2. =Text(Cell number,"00000000000") যত গুলো সংখ্যা তত গুলো 0
3. ="0"&Cell number
4. Text Format করে General থেকে Text
5. Custom করে More Number Formats >Custom >Type এর ঘরে যত সংখ্য তত 0