Clipboard Group
Undo
উত্তর:- পূর্বের অবস্থায় ফেরত আনা , লেখা মুছে ফেলা, লেখা পেস্ট করা লেখা Cut করা ইত্যাদি করার পর যদি মনে হয় যে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া দরকার, তখন Undo কমান্ড ব্যবহার করতে হবে
Redo
উত্তর:- ফেরত আনা লেখা আবার পূনরায় বাতিল করা অনেক সময় Undo করার পরে মনে হতে পারে যে Undo করা ঠিক হয়নি ,Undo করার আগে যে অবস্থায় ছিল তা সঠিক ছিল । তখন Redo কমান্ড প্রয়োগ করা হয় । মূলত Redo কমান্ড নিস্ক্রিয় অবস্থায় থাকে । Undo করার পরেই তা সক্রিয় হয়
Cut
উত্তর:- লেখার যে কোন অংশ কেটে অন্য জায়গায় বসানোই হচ্ছে Cut
Copy
উত্তর:- নকল করা অনুলিপি করা বা একাদিক করা । কপি করা অর্থ হচ্ছে কোন একই জাতীয় তথ্যাবলি বার বার না লিখে কমান্ডের মাধ্যমে পুনঃ লিখন করা
paste
উত্তর:- Paste হচ্ছে স্থাপন করা বা জোরা লাগানো । লেখার যে কোন অংশ কেটে বা copy করে অন্য জায়গায় বসানোই হচ্ছে Paste. কোন তথ্যাবলি Cut বা Copy করা হলে তা স্ক্রিনে ফিরিয়ে আনার জন্য Paste টুল ব্যবহার করা হয় ।
Format Painter
উত্তর:- সেলের ফরমেটসমূহ অন্য সেলে প্রয়োগ করার জন্য এ কমান্ড ব্যবহার হয়ে থাকে।
Clipboard এর মাধ্যমে Copy এবং Paste করা
যে লোখা বা Object গুলো Copy করতে চাই এক এক করে Copy করতে হবে >Clipboard >Paste All