Alignment Group
টেক্সট এলাইনমেন্ট নির্ধারণ করা
একটি সেলের টেক্সট বা নাম্বারকে হরিজোন্টালি (Left, Center, Right) ও ভার্টিক্যালি (Top, Middle, Bottom) এলাইনমেন্ট করা যায়। অর্থাৎ একটি সেলের টেক্সট বা নাম্বার এর জন্য ৯টি এলাইনমেন্ট রয়েছে
Align Left - মার্জকৃত সেলের লেখা, সেলের বামে স্থাপন করা বা বাম থেকে লেখা শুরু করা
Align Center - মার্জকৃত সেলের লেখা, সেলের মাঝখানে স্থাপন করা বা মাঝখান থেকে লেখা শুরু করা
Align Right - মার্জকৃত সেলের লেখা, সেলের ডানে স্থাপন করা বা ডান থেকে লেখা শুরু করা
Top Align - মার্জকৃত সেলের লেখা, সেলের উপরে মাঝখানে স্থাপন করা বা উপরে মাঝখান থেকে লেখা শুরু করা
Middle Align - মার্জকৃত সেলের লেখা, সেলের মাঝখানে স্থাপন করা বা মাঝখান থেকে লেখা শুরু করা
Bottom Align - মার্জকৃত সেলের লেখা, সেলের নিচে মাঝখানে স্থাপন করা বা নিচে মাঝখান থেকে লেখা শুরু করা
Decrease Indent - টেক্সট/টেক্সটসমূহ সেলের বাম দিকে আনার জন্য
Increase Indent - টেক্সট/টেক্সটসমূহ সেলের ডানদিকে সরানোর জন্য
Orientation - ওয়ার্কশীটের লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাতে চাইলে Orientation অপশনটি ব্যবহার করতে হয়
Merge & Center - সেলসমূহ একত্রিত (Merge) করা
Wrap Text - টেক্সটসমূহ এক সেলের মধ্যে রাখা
নির্দিষ্ট Cell এর লেখা মাঝ বরা বর লেখা
সেলে লেখা টাইপ >নির্দিষ্ট সেল সিলেক্ট >Format >Format Cells >Alignment >Horizontal Box থেকে Center Across Selection >ok