Function Library Group
Insert Function
Auto Sum - ফাংশন এর ব্যবহার
SUM ফাংশন
=SUM(A5+B5+C5+D5) (যোগ করার নিয়ম )
Number গুলো সারি বদ্ধ না থাকলে একাদিক সেলে থাকলে সে ক্ষেত্রে + ব্যবহার করতে হয়
=SUM(A5:D5) (যোগ করার নিয়ম )
Number গুলো একই কলামে বা একই সারিতে থাকলে সে ক্ষেত্রে : ব্যবহার করতে হয়
=SUM(A5-D5) ( বিয়োগ করার নিয়ম )
=SUM(A5*B5*D5) ( গুন করার নিয়ম )
=SUM(A5/D5) ( ভাগ করার নিয়ম )
10,000 এর 5% কত
=SUM(A5*5%) ( Percent বাহির করার নিয়ম )
20,000 টাকার 10% সুদ এবং আসল একসাথে কত
=SUM(A5*10%)+A5
50,000 টাকার 15% লস বাদে আসল কত আছে
=SUM(A5-A5*15%)
COUNT ফাংশন
একাধিক সেল বা রেঞ্জের ভেতর অবস্থিত নাম্বার সম্বলিত সেলসমূহ গণনা করার জন্য ব্যবহৃত হয়
=COUNT(A1:k1) ( সংখ্যা গনণা করা )
COUNTA ফাংশন
COUNTA ফাংশনটি রেঞ্জের ভেতর অবস্থিত সেলসমূহের নাম্বার, টেক্সট বা সিম্বল গণনা করার জন্য ব্যবহৃত হয়
=COUNTA(B5:L5)
MAX ফাংশন
নির্দিষ্ট সেল রেঞ্জের ভেতরের সবচেয়ে বৃহত্তর নাম্বার বের করার জন্য এ ফাংশনটি ব্যবহৃত হয়
=MAX(B5:L5) ( বড় সংখ্যা বাহির করার নিয়ম )
MIN ফাংশন
নির্দিষ্ট সেল রেঞ্জের ভেতরের সবচেয়ে ক্ষুদ্রতম নাম্বার বের করার জন্য এ ফাংশনটি ব্যবহৃত হয়
=MIN(A5:L5) (ছোট সংখ্যা বাহির করার নিয়ম )
AVERAGE ফাংশন
নির্দিষ্ট সেল রেঞ্জের ভেতরের মানসমূহের গড় বের করার জন্য ব্যবহৃত হয়
=AVERAGE(A5:J5) (গড় বাহির করা )
Recently Used
Financial - ফাংশন এর ব্যবহার
Logical - লজিক্যাল ফাংশন এর ব্যবহার
IF ফাংশন
IF ফাংশন দ্বারা একটি মানের সাথে অন্য একটি মানের লজিক্যাল তুলনা করা যায়। আপনি যখন IF ফাংশন দ্বারা একটি কন্ডিশন টেস্ট করবেন তখন কন্ডিশনটি একটি TRUE অথবা FALSE ভেল্যু ফলাফল হিসেবে প্রদান করবে।
=IF(Condition,"TRUE","FALSE")
=IF(A1>33,"Pass","Fail")
IF ফাংশনের সাথে AND, OR এবং NOT ফাংশন এর ব্যবহার
=IF(AND(সকল কন্ডিশন সত্য হলে)
বিক্রয় ১০০০০ টাকা থেকে ৩০০০০ টাকা হলে কমিশন ৫%
IF(AND(B2>=10000,B2=<30000),B2*5%,
=IF(OR(যেকোন একটি কন্ডিশন সত্য হলে)
=IF(OR(B2<50,C2>50),TRUE, FALSE)
=IF(NOT(কন্ডিশন সত্য হলে)
=IF(NOT(B6>C3),"TRUE","FALSE")
IFS ফাংশন
মাইক্রোসফট এক্সেল IFS ফাংশনটি একই সাথে একাধিক টেস্ট সম্পাদন করা যায় । IF ফাংশন ব্যবহার না করেও একাধিক শর্তাবলী সম্পাদন করা যায়। তাছাড়া এটি সহজ, সরল ও সংক্ষেপ
নোট: IFS ফাংশন এক্সেল ২০১৬ ভার্সনে নতুন যোগ হয়েছে। তাই পূর্বের ভার্সনগুলোতে এই ফাংশন ব্যবহার করলে ফলাফল হিসেবে #NAME? এ্যারর প্রদর্শন করবে।
=IFS(B2<60,”Fail”, B2<70,”Third”, B2<80,”Second”, B2<90, “First”, B2>=90,”Star”)
COUNTIF ফাংশন
COUNTIF ফাংশন হলো IF ফাংশন এবং COUNT ফাংশনের সমন্বয়। ফাংশনটির IF অংশ নির্দিষ্ট শর্ত পূরণকৃত ডাটাসমূহ নির্ধারণ করে এবং COUNT অংশটি গণনা কার্য সম্পাদন করে।
COUNTIF ফাংশন ব্যবহার করে Equal to, greater than বা less than ভেল্যু বের করা
=COUNTIF(A1:K1,”80″)
=COUNTIF(A2:H2,”>12″)
Text - ফাংশন এর ব্যবহার
Date & Time - ফাংশন এর ব্যবহার
NOW ফাংশন
ওয়ার্কশিটের নির্দিষ্ট সেলে বর্তমান তারিখ ও সময় প্রদর্শন করানোর জন্য NOW ফাংশনটি ব্যবহৃত হয়
=NOW()
TODAY ফাংশন
ওয়ার্কশিটের নির্দিষ্ট সেলে আজকের তারিখ প্রদর্শন করানোর জন্য TODAY ফাংশনটি ব্যবহৃত হয়
=TODAY()
Lookup & Reference
Math & Trig
SQRT ফাংশন
কোন নাম্বারের ধনাত্মক বর্গমূল বের করা যায়
=SQRT(25)
More Functions