CSS-Selector
সিএসএস
সিলেক্টর
সিএসএস
এর বিভিন্ন রকম সিলেক্টর গুলো
ব্যবহার করে ওয়েব পেজে
কোন এইচটিএমএল এলিমেন্টকে সুনির্দিষ্ট ভাবে স্টাইল করা
যায়
সি এস এস সিলেক্টর
CSS Selectors
1. Element Selector
2. ID Selector
3. Class selector
4. Grouping selector
5. Universal Selector
CSS Element Selector
এলিমেন্ট
সিলেক্টর এইচটিএমএল এলিমেন্টের নামের উপর ভিত্তি করে
সিলেক্ট করতে ব্যবহৃত হয়
CSS id Selector
আইডি
সিলেক্টর একটি নির্দিষ্ট উপাদান
নির্বাচন করতে ব্যবহৃত হয়
একটি
এইচটিএমএল পেজের মধ্যে আইডি সবসময় ইউনিক
হয়, তাই আইডি সিলেক্টর
একটি ইউনিক এলিমেন্ট কে সিলেক্ট করতে
ব্যবহৃত হয়
একটি
নির্দিষ্ট ID দিয়ে একটি এলিমেন্ট
সিলেক্ট করার সময় হ্যাস
(#) চিহ্ন ব্যবহার করা হয়
নোট:
আইডি কখনওই নাম্বার দিয়ে শুরু হয়না
এবং এর মধ্যে কোন
ফাকা স্পেস ও থাকেনা
CSS Group Selector
একই
সিএসএস স্টাইল একাধিক এলিমেন্টের জন্য আলাদা আলাদা
না লিকে একসাথে গ্রুপ
করে লেখা । CSS Group Selector এ কমা ( , ) দিয়ে
আলাদা আলাদা করা হয়
CSS Universal Selector
সিএসএস
ইউনিভার্সাল সিলেক্টর (*) টি একম এক
সিলেক্টর যা দিয়ে সব
এইচটিএমএল এলিমেন্ট কে সিলেক্ট করা
যায় । আর এ ইউনিভার্সাল
সিলেক্টর টি হচ্ছে *
ট্যাগ
সিলেক্টর
CSS এ
ওয়েব পেজের কোন অংশকে নির্দিষ্টভাবে
চিহ্নিত করার জন্য যখন
HTML ট্যাগ সমূহ ব্যবহার করা
হয় তাকে ট্যাগ সিলেক্টর
বলে