Loading...

+01727175782 - 01711024372

Goodinsee

Goodinsee

CSS-Introduction

CSS...


CSS-Introduction


এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহার করা হয়। যেকোন এলিমেন্ট কে রং, ফন্ট বড় ছোট করতে, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে, ব্যাকগ্রাউন্ড রং বদলাতে, এরুপ শত ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দিয়ে করা হয়। বিশেষ করে লেআউট তৈরীর জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি

সি এস এস (CSS) আসলে একটি Cascading Style Sheets যার মাধ্যমে একটি web document / website এর design, style, layout বা structure তৈরি করা করা হয় । CSS ব্যবহার করা হয় একটি ওয়েব পেজ বা ওয়েবসাইট কে সাজানোর জন্য


CSS একটি সংক্ষিপ্ত শব্দ যার পুরো নাম Cascading Style Sheets.ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS ।

Web Designing এর উপরে দক্ষতা অজর্ন করতে চাইলে Cascading Style Sheets (CSS) এর কোন বিকল্প নেই। সিএসএস এর মাধ্যমে ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করা যায়