CSS-Font
ওয়েব
সাইটে কোথায় কি ধরণের টেক্সট
ব্যবহার করা হবে, আকার
আকৃতি কেমন হবে এ
সকল কিছুই নিয়ন্ত্রিত হয় সি এস
এস এর ফন্ট এর
মাধ্যমে। টেক্সট এর ফন্ট স্টাইল
তৈরির জন্য বেশ কয়েকটি
বিষয় Declaration এ উল্লেখ করতে
হয়। এগুলো হচ্ছে
ফন্ট
ফ্যামিলি (Font family)
ফন্ট
সাইজ(Font size)
ফন্ট
ভেরিয়েন্ট (Font
variant)
ফন্ট
ওয়েট (font-weigh)
ফন্ট
ফ্যামিলি (Font family)
টেক্সট
সমূহে কি ধরণের ফন্ট
ব্যবহার করা হবে, তা
নির্দেশ করার জন্য ফন্ট
ফ্যামিলি ব্যবহার করা হয়
ফন্ট
সাইজ(Font size)
টেক্সট
সমূহে ব্যবহৃত ফন্ট সমূহের আকার
বা সাইজ কেমন হবে,
তা নির্দেশ করার জন্য ফন্ট
সাইজ ব্যবহার করা হয়
ফন্ট
ভেরিয়েন্ট (Font
variant)
যদি
কোন ওয়েব পেজে বিশেষ কোন
শিরোনাম এমনভাবে প্রদর্শনের প্রয়োজন পড়ে, যেখানে স্বাভাবিকভাবে লেখা টেক্সট সমূহের
সবগুলো অক্ষর বড় হাতের হবে
কিন্তু যেস্থানে ছোট হাতের অক্ষর
হওয়ার কথা সেই স্থানের
বড় হাতের অক্ষরগুলোর ফন্ট সাইজ তুলনামূলক
স্বাভাবিক ফন্ট সাইজের চেয়ে
ছোট হবে, এক্ষেত্রে ফন্ট
ভেরিয়েন্ট ব্যবহার করা হয়
ফন্ট
ওয়েট (font-weigh)
কোন
ওয়েব পেজে ব্যবহৃত টেক্সট
সমূহ কতটা মোটা হবে
বা চিকন হবে তা
নির্ধারণ করার জন্য ফন্ট
ওয়েট ব্যবহার করা হয়